সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তিযুদ্ধের নির্মমতার সাক্ষী সাংবাদিক জোসেফ গ্যালোওয়ে মারা গেছেন 

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ১৮ ০৬ ০২  

মুক্তিযুদ্ধের-নির্মমতার-সাক্ষী-সাংবাদিক-জোসেফ-গ্যালোওয়ে-মারা-গেছেন 

মুক্তিযুদ্ধের-নির্মমতার-সাক্ষী-সাংবাদিক-জোসেফ-গ্যালোওয়ে-মারা-গেছেন 

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার সাক্ষী সাংবাদিক, লেখক ও বাংলাদেশের বন্ধু জোসেফ গ্যালোওয়ে মারা গেছেন।

১৮ আগস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। 

মৃত্যুর এ সংবাদ নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ। 

ডা. জিয়া জানান, রনাঙ্গনের এই সাংবাদিকের মৃত্যুতে নর্থ ক্যারলিনায় বসবাসরত প্রবাসীরাও মর্মাহত। একাত্তরে বাঙালির বীরত্বপূর্ণ ভূমিকার কারণে সেখানকার প্রবাসীদের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল। করোনা মহামারির সময়ে বাংলাদেশকে টিকা প্রদানের জন্যে এ সাংবাদিক এবং তার চিকিৎসক স্ত্রী ড. গ্র্যাস গ্যালোওয়ে বাইডেন প্রশাসনে অনুরোধ জানান। তারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকেও টিকা প্রদানের জন্য অনুরোধ করেন।

তার মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মনসুর, সেক্রেটারি আব্দুল কাদের মিয়া ও কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। 

অপর এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেন। তিনি অভিন্ন ভাষায় বলেছেন, বাংলাদেশ তার এক বিশ্বস্ত বন্ধুকে হারালো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর